-----------
আমি যে আমাতে হাড়ায়
বেহায়া সে পাখিটি জানায়,
আমার দেহ আছে সচল।
যখন তখন হতে পারে বিকল।
অজ্ঞতার বাজারে মানব সকল,
জ্ঞানের ভান্ডারে মহাকাল।
আমি খুজে পাই আমার চিহ্ন।
যদিও একদিকে প্রেমের আত্মাহুতি,আমি পাগল।
অপেক্ষমান আশার সিংহভাগ চায়,
বিধাতার সংস্পর্শের সঠিক গন্তব্যের গলি।
আমার অবস্থান যে, বড়ই ভাবায় আমাকে।
স্রষ্টার সৃষ্টির শ্রেষ্ঠত্ত্বদান আমি মানব।
আমি যে অতি নগন্য,
বাধা নির্দিষ্ট সময়ের প্রাচীরে।
মাংস পঁচা গন্ধ গায়ে, রক্ত চুষা পুকা হৃদয়ে।
এসব যে জাগতিক সুখ মাখা জাল।
নিজেকে নিজেই করি সাবধান,
তাইতো বারবার আমি হাড়ায় আমাতে।
ও পাখি মুক্তির পথ কোথায়
নিয়ে যাও আমায় সেথায়।
আমি মুক্তি চাই মুক্তি চাই
শ্রেষ্ঠ মানবের মানবতার।
জাগতিক সময় যে, বড্ড যন্ত্রণা দায়ক।
অসীম সীমাহীন শ্বাসরোদ্ধ যন্ত্রণা।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০