--
একদিন আমি যাব হারিয়ে।
সেদিনের প্রতিক্ষায় প্রতিটা প্রহর কাটে।
দূরবিনের পথে চোখ রেখে
অজানার সীমাহীন মহাশূণ্যের পৃষ্ঠাতে
সাধ্যের বাইরে যায় চলে।
সকল ব্যাখ্যার সারাংশতে
মন্তব্যের পাল তুলে
গন্তব্যের পৃথিবী যায় ভুলে।
আকাঙ্খার নিড়ে বাতি নিবে আর জলে
দিবালোকে কিংবা রাত্রির কুলে।
দূরবিনের পথে পা রেখে দেখি
দুরন্ত গোড়া চলছে তো চলি আমি।
দিশার রেখাতে একাকার হওয়ার কলতান
পাগল-পারা বহুরুপী আহবান।
দূরবিনের চোখে উকি দিয়ে দেখি
বিচিত্র নাটকের পটভুমি।
ভাব ধরেছি অমানুষের হাটে
আমি মানুষ আমি মানুষ।
ব্যস্ত সবে মানবতা লুটপাটে
ভাব ধরেছি আমি মানুষ পৃথিবীর অকপটে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০