হাড়মানা কিছু সময়
আল আমীন সরকার
মামা আমার কিছু আবেগ ছিলো
ছিলো কিছু বাস্তবতার গল্প।
ছিলো কিছু অবিমান আর অধিকারের নিশ্চয়তা কিছু সময়
যা কিনা আপনার অতি অল্প।
তবে কি সময় হবেনা?
মুখো মুখি বসে
কিছু গোলমেলে গোত্রের চিত্র কেটে
ভানার আড়াল হতে
আরো কিছুদিক আড়াল উন্মুক্ত করে
আপনার কিছু আদর্শ নিতাম কেড়ে।
তবে কি ভেবে নেবো কোনো প্রতিবন্ধকতা নাকি কোনো কার্পণ্যতা?
বারবার ভাবনার নষ্টামিতে
আমার নষ্ট হবার গল্পে
ছায়া পথের রচয়িতা কে?
আমি সত্যিই কি ধরে নেবো
সময় না দেয়ার ইচ্ছাকে?
নানা মুখি সমস্যার ডেরায়
আকুতির কাছে হাড়মানা কিছু সময়।
আমি কি সত্যিই যাবো হেড়ে
আঁধারের চিত্র অংকনের শিল্পীর কাছে?
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০