কবিতা:বন্ধুমহল
আল-আমীন অরূপ আবির
ফুটেছে ফুল,পুষ্প মুকুল
গাচ্ছে পাখিরা গান
উতলা মন খুজেঁ বেড়ায়
মনোমুগ্ধকর সিগ্ধ সকাল।
যত ক্লান্তি,যত অবসাদ মনে
কেটে গেল সবই বন্ধুমহলে
দুঃখকে দিয়েছে সুখের নাম
একে অপরের পাশে দন্ডায়মান।
ছোট্ট ছোট্ট শব্দ,বাক্যে আনন্দকে খুঁজি
ঝগড়া বিবাদ খুনশুটিতে সর্বদা মাথি
বেলা শেষে রিক্ত হয়ে ঘরে ফিরে যায়
মনোমুগ্ধকর সিগ্ধ সকালের অপেক্ষায়।
বন্ধুমহলে কেউ নয় কারো দুঃখের কারণ
ক্ষণিকের দুষ্টামি,শত্রুতা,অটুট তবুও বন্ধন
সিগ্ধ সকালে হোক সবার প্রতিজ্ঞা
অটুট থাকবে বন্ধুমহল,এই আড্ডা।
---------
ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর।
সদস্য বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম,বেরোবি।
--উৎসর্গ:জেরিন তাবাচ্ছুম প্রাপ্তি
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০