আলিসা জাহান মিম
অপেক্ষা
যে ভালবাসার অর্থ বুঝে না
তাকে সেই বাণী বলে লাভ কি?
জোর করে তো কিছু পাওয়া যায় না
তাই থমকে যাওয়াই ভালো।
নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা কঠিন
তবে অসম্ভব, তা মনে হয় না।
আবেগের থেকে বিবেকের মূল্য অনেক
তার চেয়েও বড় হলো আত্মসম্মান।
যে তোমাকে সম্মান করতে পারে না,
সেখানে অন্য কিছু আশা করা বোকামি।
ভালবাসতে গেলে একে অপরকে বোঝা
বড় দরকার, যেন না হলেই নয়।
যদি ভুল বোঝাই হয় নিত্য দিনের
অভিমানের কারণ,
যদি অবিশ্বাসই হয় ভালবাসার ফল,
তাহলে ইতিই টানাই শ্রেয়।
অবশ্য, হারাম সম্পর্কে এর থেকে কিই
বা আশা করা যায়?
হতাশা, আত্মাহুতি যদি হয় ভালবাসার পরিণতি
তাহলে চাই না সেই ভালোবাসা।
দিব্যি আছি, যেমন আছি।
আল্লাহ জানেন, কে আছে তোমার জন্য
তাই অপেক্ষাই শ্রেয়।
২০ই অক্টোবর, ২০২৩
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০