প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ৭:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৭, ২০২৩, ৩:৪৩ অপরাহ্ণ
আলিসা জাহান মিম’র কবিতা : রহমত

- -------
আল্লাহর তরফ থেকে রহমত হয়ে
অবশেষে এলে, পৃথিবীর বুকে।
সবার প্রত্যাশার ফল স্বরূপ।
কারোর বেদনার অশ্রু হয়ে,
কিংবা কারোর না বলা কথা হয়ে
অবশেষে এলে, পৃথিবীর বুকে।
কারো মন কে শীতল করতে
কারোর অশ্রু ভেজা নয়ন সিক্ত করতে
প্রতিক্ষার অবসান ঘটিয়ে এলে।
তোমাকে স্বাগতম এই পৃথিবীর বুকে।
ফুটাও কারো মুখে হাসি
করো কারো মনকে উন্মাদ।
অসহ্য গরম থেকে রক্ষা করতে।
স্বাগতম তোমায়।
স্বাগতম তোমায়, পৃথিবীর বুকে।
তুমি জানো,
কতজন তোমার প্রতীক্ষায় প্রহর গুনছিল,
কতজনের প্রার্থনায় শুধু তুমিই ছিলে,
যদি তুমি জানতে তোমার মূল্য কতটা?
তাহলে হয়তো আগেই বর্ষিত হতে!
ছোট থেকে বুড়ো সবাই
তোমাকে স্বাগত জানানোর জন্য।
আকুল হয়ে উঠেছিল।
অবশেষে তুমি এলে, আনন্দের অশ্রু হয়ে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
নিউজ ভিশন বিডি