---------
আলিসা জাহান মিম
ভরসা
যে যাওয়ার সে যাবেই,
যতই তাকে তুমি ভালোবাসো।
তোমার অনুভূতির মূল্য,
দিতে পারবে না বলে সে যাবেই।
কি করবে তুমি? বন্দি করবে নাকি,
বোঝাবে তাকে তুমি কতটা ভালোবাসো
যদি তাও না বোঝে জোর করবে?
লাভ নেই, তুমি যাই করো সে যাবেই।
আল্লাহ তোমাকে চিনেন জানেন,
তোমার থেকেও বেশি তোমাকে বোঝেন।
সবুর করো, বিফল হবে না।
বিশ্বাস রাখো আল্লাহর ওপর।
কে আছেন এই জগতে
উনি ছাড়া, বলতে পারবে?
এমন পরম বন্ধু আমি কোথাও পাইনি
তুমি কি পেয়েছ খুঁজে এই ধরায়?
১৫ই ফেব্রুয়ারি, ২০২৪
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০