""""""""""""
ফুল ভেবে কাটাই সবার পছন্দ
সুন্দর চাই সুন্দর চাই,
এত সুন্দরের পূজারি তোমরা
পেয়েও কেন হতাশ
থাকো কেন অসুখে দিনভরে!
ভালবাসার নয় সে সংজ্ঞা
যদি তোমরা তা বুঝতে
মনকে ঠিকঠাক যাচাই করতে।
আমি বুঝেও বা হয়ে যায় নি বড় কিছু
মায়ায় জড়াই নি এটুকু ঠিক।
এত দেশ ঘুরে পেলাম নাকো
এমন একটা মন,
যা সুন্দর, সরল, অতি সাধারণ
যা ছলনায় অজ্ঞ, সত্যে অটল
ভালোবাসতে জানে কদর ঠিক।
বিধাতায় মগ্ন, চরিত্রে সুন্দর, নির্লোভ
এমন কারোর সন্ধান জানো কেউ?
সম্পদ চাই না, ক্ষমতাও চাই না
চাই শুধু খাঁটি মন, ভালোবাসায় সিক্ত
কোথা পাবো সেই জন যে আচরণে উত্তম!
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০