কাশফুল
মো: আরিফুল ইসলাম
ওহে! শরতের কাশফুল, হালকা বাতাসে খাও দোল।
এক দিকের বাতাসে যাও অপর পাশে সরে,
তোমার মতো এত লাজুক কে হতে পারে।
তোমার সাদা রূপের মায়ায়,
সকলকে মুগ্ধ করায়।একটু যদি করে নাও আপন করে,
তোমার পাশে থাকতে চাইবে আজীবন ধরে।
জানো! শরতের কাশফুল,
তুমি যদি না দিতে এত সুন্দর ফুল।
সবাই বলে উঠতো এই উদ্ভিদ থেকে কি পাস,
এটাতো একটা ছন জাতীয়
ঘাস।
এরাই বলত তুমি একটা আগাছা,
অন্য উদ্ভিদের পুষ্টি খেয়ে করছো সর্বনাশা।
আরও কত কি বলে তোমায় কেটে ফেলতো,
দেখতা তখন মনুষ্য ভালোবাসা কোথায় পালাতো।
মানুষের ভালোবাসা এমন,
উপকারে আসলে ভালো, নইলে মরণ।
মো: আরিফুল ইসলাম
এনিমেল সাইন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ।