ঢাকারবিবার , ১২ মে ২০২৪
  1. সর্বশেষ

আরিফা নাওরিন ঊর্মির কবিতা– “বাবা যখন মুক্তিযোদ্ধা”

প্রতিবেদক
নিউজ এডিটর
১ মে ২০২১, ৭:২২ অপরাহ্ণ

Link Copied!

প্রিয় মুক্তিযোদ্ধা বাবা,
দেখ আজো সূর্যের আলোকরশ্মি
ছড়িয়ে পড়ে রোজ ভোরের শিশিরের বুকে।
যে দিন তুমি চলে গিয়েছিলে
ঝরা শিউলি বুকে পা-রেখে,
স্রোতসিন্নী নদীর পাশ কাঠিয়ে,
দেখিনি সেদিন তোমায়।
পনেরো বছর বয়সে যখন,
সপ্নকে কুড়িয়ে আনতে গিয়েছিল
সিলেট এগারো নম্বর সেক্টরের।
হাতে ছিল তোমার রাইফেল,
বুকে ছিল সপ্নবাজ নেতার সপ্ন।
সে সপ্নকে তুমি সত্যি করতে
রাইফেলের গুলিতে পঙ্গু হয়েছিল।

না বাবা,
তোমাকে রাইফেলের গুলি-
থামাতে পারিনি সেদিন
রাইফেলের গুলি হয়তো তোমাকে পঙ্গু করেছিল
কিন্তু, তোমার সপ্নকে রাঙ্গিয়েছিল
তোমার গুলিবিদ্ধ হাত।

১৯৭২ সালে যখন প্রিয় নেতাকে দেখেছিলে
তোমার খুশি কে দেখেছিল তা জানি না?
স্বাধীনতার পর যখন
গ্রামের মাটিতে পা রেখেছিলে
তখন, তোমার বুকের লাল সবুজের –
চাদর ছাড়া কিছু দেখিনি বাবা।

হ্যাঁ বাবা,
আজ তুমি হয়তো নেই, কিন্তু তোমার দেয়া-
রক্তমাখা চাদরটা যত্ন করে রেখেছি।
সেইটাতে মিশে আছে,
তোমার সপ্ন, তোমার আশা,
আর বাঙালির জন্য অকৃত্রিম ভালোবাসা।
স্যালুট বাবা তোমায়।

কবি :
আরিফা নাওরিন ঊর্মি
দ্বাদশ শ্রেণি
রামু সরকারি কলেজ।

67 Views

আরও পড়ুন

জৈন্তাপুরে এসএসসি ও সমমানের পরীক্ষার পাশের হার ৬৮.৮৮% জিপিএ-৫ পেয়েছে।৩৪ জন।

১০ বছর যাবৎ ম্যানেজ করেই চলছে মইজ্জ্যারটেকের হাক্কানী খাদ্য কারখানা!

বাগেরহাট জেলার শরণখোলাতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত।

আগামীর লোহাগাড়ার উন্নয়ন ও অগ্রগতির পরিকল্পনা বিষয়ে মতবিনিময় ও সাংবাদিকদের মিলনমেলা লোহাগাড়ায়

মাতারবাড়ী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ-৫ পেলো আফিফ আল হোসাইন।

হাঁস প্রতিকে ভোট চেয়ে মাঠ চষে বেড়াচ্ছে উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী আলেয়া ফেরদৌস

সাংবাদিক নির্যাতন ও কর্তব্য কাজে বাধা,নিন্দা জানিয়েছে বিএইচআরএফ

এসএসসি ও সমমান পরীক্ষার চলতি বছরের ফল প্রকাশ আজ

নওগাঁর পত্নীতলায় নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান।

নাগরপুরে মহিলার মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ

দীর্ঘ ১৫ বছর পর বুটেক্সে ওসমানী হলে আসলো পরিবর্তন

সংবাদ সম্মেলনে এসে তোপের মুখে আরডিএ চেয়ারম্যান।