-----------
এই অষ্টমী, আমি কেন বারংবার তোমার দিকে উদাসীন হয়ে, অধীর আগ্রহে, পূর্ণ মনোযোগ দিয়ে তাকিয়ে থাকি?
বলতে পারো---
তোমার নির্দিষ্ট কোনো অঙ্গের দিকে আমি আমার দৃষ্টি নিবদ্ধ করি?
নাকি দেখি তোমার উড়ন্ত এলোকেশের অগ্রভাগ থেকে পায়ের কোমল তালু পর্যন্ত।
তোমার সিঁথিতে পরিহিত রক্তিমাবর্ণের সিঁদুর কেন আমাকে আকৃষ্ট করে?
বলতে পারো---
ললাটে গোলাকৃতির লাল ফোটা কেন আমাকে দুর্বল করে প্রতিনিয়ত?
আর কেনই বা তোমার শ্বেত শাখার প্রতি আমি হই না বিরক্ত?
বলতে পারো---
তোমার দন্তযুগলগুলো অসমান নয়, বরং ঈষৎ ফাঁকাও বটে।
তুমি আলতা দিলে মনে হয়, পৃথিবীর সব লাল রংয়ের ব্যুৎপত্তি বুঝি তোমার আলতাযুক্ত পা থেকে।
নখ পালিশের স্থান দাও তোমার হস্তের সম্মুখভাগে।
কেনই বা এসব করো? বলতে পারো---
হোলির রৎ-উৎসবে তোমার কপোল করে ফেলো আপেল বর্ণ, পুরো শরীর যেন হয়ে যায় রঙ্গিন কারখানা।
তুমি যখন এসব করো না, কই তখনও তো আমি আকৃষ্ট না হয়ে পারি না।
বলো, কেন এসব করো? আমাকে আকৃষ্ট করতে নাকি তোমরা প্রকৃতিগতভাবেই এমন!
আচ্ছা, তুমি কি রমণী নাকি দেবী?
জবাব চাই...
-------+
আরাফাত মিঠু
শিক্ষার্থী, মার্কেটিং বিভাগ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০