-------
আমি বিষন্নতার গান গাই
✍️সেঁজুতি মুমু
আমি বিষন্নতার গান গাই
সময়ে অসময়ে মনে হয় সব ছেড়ে দূরে কোথাও চলে যাই।
অতিরিক্ত ভাতের দলার মতো জোর করে তারা বাধ্য করছে আমায় গিলতে প্রাতিষ্ঠানিক শিক্ষা।
হৃদয়ে বাসনা জাগে সব ছেড়ে পালিয়ে গিয়ে গ্রহন করি বিদ্রোহের দীক্ষা।
এমন স্থান কি কোথাও আছে যেথা জিজ্ঞাসেবে না কেউ, "কি তোমার ভবিষ্যৎ পরিকল্পনা?
এমন সমাজ আছে কি কোথা যেথা জিজ্ঞাসেবে না কেউ, “এত স্বাধীনচেতা
কেন তুই কে দিয়েছে মন্ত্রনা। "
জানি হবে না পুরোন সেই স্বপ্ন
জানি পাবো না সেই প্রতিক্ষীত রত্ন
তবুও আমি টলব না
মানব না বাধা
আমি কম্পিউটারের সেই সফটওয়্যার যে আপডেট হয় না কোনোদিন
আমি সেই আশিবীষ যাকে বশ করতে পারে না কোনো সাপুরের বীণ।
আমি হতে চাই অন্ধকার
যার কড়াল গ্রাসে ডুবে যাবে সব অন্যায় অত্যাচার।
বসন্তের ফুলের সুবাস আমায় আর করে না মুগ্ধ হেমন্তের বিষণ্নতার মত আমার অন্তর রিক্ততায় দগ্ধ।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০