--------------
আমি কবিতা ভালোবাসি
আমার কাছে কবিতা যেন-
খুকির ফোকলা দাঁতের হাসি
মাথায় বেণি করা চুল
গায়ের পড়া রঙিন ফ্রক
মুখে আধভাঙা বুলি।
আমি কবিতা ভালোবাসি
আমার কাছে কবিতা যেন-
ষোড়শীর মতো লাজুক, কোমল-সুন্দর
দুরন্ত বলকের মতো চঞ্চল
কৈশোরের মতো দুঃসাহসিক, নির্ভীক
যৌবনের মতো সুস্থির।
আমি কবিতা ভালোবাসি
আমার কাছে কবিতা যেন-
নদীর মতো একটা বয়ে চলা
যা-কিছু জলের মতো স্বচ্ছ
সত্যের মতো সুন্দর
দিনের আলোর মতো স্পষ্ট।
আমি কবিতা ভালোবাসি
আমার কাছে কবিতা যেন-
বৃষ্টির ঝরনার মতো সুন্দর
শিশিরের মতো পবিত্র
জোৎস্নার মতো কোমল
একটি সাদা সত্য পাখি।
আমি কবিতা ভালোবাসি
কবিতায় খুঁজে পাই-
প্রেম-ভালবাসা, সৃষ্টির আনন্দ।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০