---------------------
আজ আমি হাসতে ভুলে গেছি
ভুলে গেছি কাঁদতেও
কাউকে হাসতে দেখলে মনে হয়
ওরা হাসছে কেন?
আজ তো কান্না হবে
গগনবিদারী কান্না, বুকফাটা আর্তনাদ
গাছগাছালি কাঁদবে, পৃথিবী কাঁদবে
আকাশ থেকে অঝোর ধারায় বৃষ্টি নামবে
অনল বর্ষণ
ভাসিয়ে নিয়ে যাবে বাংলাদেশকে
বঙ্গপসাগরের অতল গভীরে
তলিয়ে যাবে এই ভূখণ্ড
সাথে আমিও
নয়তো নরক থেকে অগ্নিশিখা এসে জ্বালিয়ে দেবে এই সভ্যতা
সাথে আমাকেও
নয়তো নরখাদক এসে ভক্ষণ করুক সবাইকে
হিংস্রতার আতিশয্যে
সাথে আমাকেও
ক্যাম্পাসে মিছিল, স্লোগান, গণজমায়েত
লাশের মিছিল
ছাত্রসমাজের কাধে লাশের কফিন
কী আশ্চর্য! কফিনে পড়ে আছে
বাংলাদেশের লাশ
মিছিলের ভরাট কণ্ঠ ম্লান
আজ স্বজন হারানোর কান্নায়
রাজপথে দৃপ্তপদে চলতে মনে হয়
এটা যেন সেই বাহান্নের রাজপথ
আবরার যেন সেই বাহান্নের বরকত
যেন ঊনসত্তরের আসাদ
যেন নব্বইয়ের নুর হুসেন
বঙ্গবন্ধু! তোমার হাতেগড়া সংগঠন
আজ খুনি জালিমদের দখলে
বনের হিংস্র পশু, ধর্মান্ধ জঙ্গীগোষ্ঠী
হার মানল তাদের নৃশংসতার কাছে
আবরারের রক্ত ছুঁয়ে মোরা শপথ নিলাম
আমৃত্যু লড়ে যাব সন্ত্রাসের বিরুদ্ধে
মাতৃভূমির স্বার্থের তরে
দেশি বিদেশি অস্ত্র নয়
রামদা, হাতুড়ি, লাঠি নয়
হাতে তুলে নিলাম শানিত কলম
আমিও দেশবিরোধী দালালি চুক্তি, মানিনা
সার্বভৌমত্বে হস্তক্ষেপ, মানিনা
ক্যাম্পাসে দখলদারিত্ব, মানিনা
গেস্টরুম,গণরুম, ভয়ের সংস্কৃতি
মানিনা, মানিনা, মানিনা
আমিই আবরার
নরপশুরা এসো
আমাকে হত্যা করো
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০