-----------------
জ্ঞানী হতে গবেষণা
অন্যতম ধাপ!
গবেষণায় যাচ্ছে পাওয়া
জ্ঞানী গুণীর ছাপ।
কেবা বড় কেমনে বড়
হলো জানতে চাও?
সহজ করে বলছি তোমায়
গবেষণায় যাও।
নজরুল কিবা রবীন্দ্রনাথ
মাহমুদ বা ফররুখ!
খুঁজে দেখো ছিল তাঁদের
শ্রেষ্ঠত্বের কোন মুখ।
গবেষণায় নিজকে যদি
ব্যস্ত রাখ ঠিক!
তোমার জন্য সুপ্ত হাওয়া
বইবে চারিদিক।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০