-------------
লন্ডভন্ড পৃথিবীর রাজা আমি,
আমি নট-রাজ
নিভৃতে বসি হাসি আমি,
নিয়ে নৈরাজ্যের সাজ..
প্রকৃতি থাকে যেমন তেমন
আমি চলি আমার মনের মতন।
অথর্ব শাষক,ভন্ড উজির
করে অন্যের সন্মুখে নত শির।
সব শালা দুশমন ভন্ড চামার,
এক হয়ে জোট করে- করবে কি আমার?
রাখতে নিজের গদি ঠিক
হারিয়ে ফেলেছে বিবেকের দিক।
আমি প্রলয় হয়ে ধ্বংস করবো-
তাদের ক্ষমতা,
বিধাতা কেন আমায় দেন না সে সক্ষমতা।
হে মহান বিধাতা,জগতের স্রস্টা
করে দাও, করে দাও আমায় জগত শ্রেষ্ঠা।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০