--------------------
একটি শব্দের মধ্যে তোমার সীমানা!
তুমি আমার ভালবাসা।
তোমার নেই কোন তুলনা;
তুমি আমার চেতনা।
দশমাস দশ দিন গর্ভে রেখে,
তুমি নিয়েছো মার্তস্বাধ,
সারাজীবন ভালবেসে,
দিয়েছো আমায় আশীর্বাদ।
তুমি আমার প্রিয়তমা জননী,
তোমার সমতূল্য হওয়ার ;
যোগ্যতা কারো হয়নি।
তুমি আমার প্রস্বাধনী।
তুমি আমার বিপদের বন্ধু,
সুখের সাথী;
তুমি আমার জান্নাত,
আমার পৃথিবী।
তোমার ভালবাসা চির অম্লান!
তোমাকে বাঁচাতে চাই সারা জীবন!
তুমি আমার মা জননী,
আমি তোমার ব্যাথার দান;
আমি তোমায় ভালবাসি!
ভালবাসবো সারা জীবন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০