প্রতিবেদক, জুবায়েদ মোস্তফা
অমর একুশে বইমেলা ২০২৫ এ বইমই
প্রকাশনী থেকে প্রকাশিত হলো সাকিব মৃধার দ্বিতীয় কাব্যগ্রন্থ “আমি একলা হতে চাই”
বইটির ব্যাপারে লেখক এর থেকে জানতে চাইলে তিনি জানান :
আমি একলা হতে চাই বইটি তার জীবনের অন্যতম একটি বীভৎস অধ্যায় হয়ে থাকবে।
সে মনে করেন কোন লেখকের জীবনেই এমন কোন অধ্যায় না আসুক যার বহিঃপ্রকাশে আমি একলা হতে চাই লিখতে হয়।
আমি একলা হতে চাই একটা অন্ধকারের আত্মচিৎকার আমি একলা হতে চাই একটা রক্তাক্ত রুহের প্রতিচ্ছবি।
একদমই অল্প কিছুদিনের লেখা
বইটিতে রয়েছে সহস্র বিষণ্ণতার আত্মকথা।
লেখক পরিষ্কারভাবে আরো জানান
এই বইটি পড়ে কেউ হয়তো আনন্দময় অনুভব করবেন না কেননা এই বইটিতে কান্নাছাড়া কিছুই নেই।
সম্পূর্ণ বইটি জুড়েই রয়েছে বেদনার মিছিল সম্পূর্ণ বইটি জুড়েই রয়েছে বিষন্নতার বিষাক্ততা।
আমি একলা হতে চাই বইটির প্রতিটি শব্দ এক একটি আত্মচিৎকার আমি একলা হতে চাই বইটির প্রতিটি বাক্যের মাঝে লুকিয়ে আছে এক একটি আর্তনাদের গল্প।
বইটি দ্বারা অশ্রুদের ভাষা বোঝা যাবে
বলতে না পারা আত্মচিৎকার গুলোর আত্মকথা বলে দেবে বইটি।
লেখক আরো জানান
আমি একলা হতে চাই বইটি বিষন্নতার প্রতিটি পথিকদের জন্য, আমি আমি একলা হতে চাই বইটি কোলাহল থেকে আচমকাই নিশ্চুপতা আলিঙ্গন করা প্রতিটি মানুষের জন্য।
আমি একলা হতে চাই সেই সব মানুষদের আত্মকথা যারা প্রতিরাতে নিজের রক্তাক্ত রুহের বিভৎ চিৎকারে ঘুমাতে পারেনা।
মেলায় বইটি পাওয়া যাবে বইমই প্রকাশনীর ১৪৭ নাম্বার স্টলে।