ঢাকাশুক্রবার , ১৪ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ

অধ্যাপক ছিদ্দিকুর রহমানের “বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি ১৯৫২-২০২৩” শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৩, ১:৪৩ পূর্বাহ্ণ

Link Copied!

ঢাবি প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক এবং বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান রচিত “বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি ১৯৫২-২০২৩” শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।

শনিবার দুপুরে (২৩ সেপ্টেম্বর) রাজধানীর বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি মিলনায়তনে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এশিয়াটিক সোসাইটির প্রেসিডেন্ট প্রফেসর ইমেরিটাস ড. খন্দকার বজলুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

গ্রন্থের উপর আলোচনায় অংশ নেন সোসাইটির সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক মাহফুজা খানম ও কাউন্সিল সদস্য অধ্যাপক ড. আহমেদ আবদুল্লাহ জামাল।

আলো আরজুমান্দ বানু এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গ্রন্থটির প্রকাশনা প্রতিষ্ঠান ইতিবৃত্ত প্রকাশনের পরিচালক জাকিয়া আফরোজ। গ্রন্থটির লেখক অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান গ্রন্থ প্রণয়নের উদ্দেশ্য এবং এর বিষয়বস্তুর উপর আলোকপাত করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই গ্রন্থটি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির প্রথম লিখিত ইতিহাস। সোসাইটি প্রতিষ্ঠার সাত দশক পর এ গ্রন্থটি রচনা করে লেখক একটি গুরুত্বপূর্ণ ও মহৎ কাজ করলেন। এর দ্বারা বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি সংক্রান্ত কাজের একটি বিরাট শূণ্যতার জায়গা পূরণ হলো বলে তারা উল্লেখ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, এ গ্রন্থটি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির ইতিহাস বিষয়ে কেবল প্রথম ও অগ্রণী পদক্ষেপই নয়, এটি একটি গুরুত্বপূর্ণ আকরগ্রন্থ হিসেবে গবেষকদের কাছে সমাদৃত হবে বলে আমার বিশ্বাস।তিনি বলেন, এতে লেখকের গবেষণা মনস্কতার পরিচয় রয়েছে। এসময় উপাচার্য গ্রন্থটির বহুল প্রসার কামনা করেন।

সোসাইটির কাউন্সলি সদস্যবৃন্দ, দেশবরণ্যে অধ্যাপক, লেখক, গবেষক এবং সোসাইটির সদস্যগণ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।।

আরও পড়ুন

আওমীলীগের বিরুদ্ধে যত মামলা আছে সব আমরা তুলে নেব : মির্জা ফখরুল

বুটেক্সে দুই দিনের পৃথক ঘটনায় তিনজনের সাময়িক বহিষ্কার ও ছয়জনের অর্থদণ্ড

উত্তর জনপদের লাখো মানুষের জন্য একটিও সরকারি হাসপাতাল নেই

সুদানের চলমান সংকট: যুদ্ধ, ক্ষুধা ও মানবিক বিপর্যয়।।

মুন্সিগঞ্জে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ, গুলিতে নিহত ১

ঈদগাঁও ফকিরা বাজারে বন বিভাগের জায়গা দখল করে অবৈধ স্থাপনা, টাকা দিয়ে বন বিভাগের জায়গায় স্থাপনা করেছি- নাঈম মেম্বার

মামলার আসামি প্রকাশ্যে ঘুরে নির্বাচনী প্রচারণায়! পুলিশের ভূমিকা রহস্যজনক

কুতুবদিয়ায় সাগরের তীরে এক জেলে নিখোঁজ

কাপাসিয়ার দূর্গাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

শান্তিগঞ্জে আব্দুন নূর চেয়ারম্যান স্মৃতি প্রাথমিক মেধা বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান সম্পন্ন

জনগণ গণভোট-সনদ এসব বোঝে না : ঠাকুরগাওয়ে মির্জা ফখরুল

স্বরাষ্ট্র ও শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করলেন আন্দোলনরত প্রাথমিক শিক্ষকরা