ফরহাদ আমিন:
কক্সবাজারের টেকনাফ ২বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)ব্যাটালিয়নের৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।এ উপলক্ষে ব্যাটালিয়নে এক অনুষ্ঠান ও প্রীতিভোজের আয়োজন করা হয়।বৃহস্পতিবার(২৭অক্টোবর)দুপুরে টেকনাফস্থ২বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরের প্রশিক্ষণ মাঠে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিজিবি কক্সবাজার ডেপুটি রিজিয়ন কমান্ডার কর্ণেল নেওয়াজ উদ্দিন আহমেদ।
টেকনাফ ২বিজিবি'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিজিবি রামু সেক্টর কমান্ডার কর্ণেল মোঃআজিজুল রউফ।আরো উপস্থিত ছিলেন,বিভিন্ন সরকারি কর্মকর্তাবৃন্দ,গণ্যমান্য ব্যক্তিবর্গ,ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডায়ার সাংবাদিক ও জনপ্রতিনিধিরা।
প্রীতিভোজে বিজিবি কক্সবাজার ডেপুটি রিজিয়ন কমান্ডার কর্ণেল নেওয়াজ উদ্দিন আহমেদ বলেন,সীমান্ত সুরক্ষায় বিজিবি জওয়ানরা সদা প্রস্তুত রয়েছে।চোরাচালান প্রতিরোধের পাশাপাশি যেকোন অপরাধমূলক কাজ দমনে অগ্রণী ভূমিকায় রয়েছে।এছাড়া চোরাচালান দমনে দেশে প্রথম স্থান অর্জন করেছে ২বিজিবি।সকলের সহযোগিতায় আরো এগিয়ে যাবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০