ঢাকামঙ্গলবার , ২৫ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

কাপাসিয়ায় আলোচিত মাদক কারবারি জুয়েলের আস্তানা গুঁড়িয়ে দিয়েছে পুলিশ, গ্রেফতার -১

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৫ নভেম্বর ২০২৫, ১০:১৯ অপরাহ্ণ

Link Copied!

কাপাসিয়া (গাজীপুর) থেকে শামসুল হুদা লিটন:

গাজীপুরের কাপাসিয়ায় বহুল আলোচিত শীর্ষ স্থানীয় মাদক কারবারি জুয়েলের (২৫) আস্তানাটি ২৫ নভেম্বর মঙ্গলবার সকালে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে থানা পুলিশ। প্রতিবাদী যুবক রুহুল আমিনের উপর হামলার চব্বিশ ঘণ্টার মধ্যে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রবের নেতৃত্বে অভিযান চালিয়ে আস্তানাটি ভেঙে দেয়া হয়। এসময় মাদক কারবারি হুমায়ূন কবির (২৮) কে ২০ পিস ইয়াবা বাড়িসহ আটক করেছে। সে খিরাটি গ্রামের নুরুল ইসলামের পুত্র। এতে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।

জানা যায়, মাদক কারবারি জুয়েল বাহিনীর দৌড়াত্বে এলাকাবাসী অতিষ্ট ছিল। সোমবার উপজেলার সিঙ্গুয়া এলাকায় সঙ্গবদ্ধ মাদক কারবারি চক্রের বিরুদ্ধে ভিডিপি সদস্য ও নৈশপ্রহরী রুহুল আমিন প্রতিবাদ করলে তাদের হামলা ও নির্যাতনের শিকার হতে হয়।

স্বজনরা জানায়, উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের সিঙ্গুয়া পূর্ব পাড়ার (মিয়ার মার বাড়ি) ফজলু মিয়ার পুত্র জুয়েল দীর্ঘদিন যাবত এলাকার উঠতি বয়সী ছেলেদের মাঝে মাদকদ্রব্য সরবরাহ করে আসছে। এতে অসংখ্য ছেলেরা মাদকাসক্তে জড়িয়ে বিপথগামী হয়ে পড়ছে। ২৪ নভেম্বর সোমবার সকাল ১০ টার দিকে রুহুল আমিন (২৫) নামে এক প্রতিবাদী যুবক মাদক কারবারি জুয়েলের এসব কর্মকান্ডের প্রতিবাদ করলে তার উপর সে হামলা চালায়। এলোপাথাড়ি ছুরির আঘাতে মারাত্মক ভাবে আহত হয়ে বর্তমানে রুহুল আমিন মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। সে সিঙ্গুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী এবং ওই গ্রামের জয়নাল আবেদীনের পুত্র। ইতিপূর্বেও সে একাধিকবার প্রতিবাদ করে জুয়েলের হামলার শিকার হয়েছে।

এলাকাবাসী জানায়, সিঙ্গুয়া পূর্ব পাড়ার
মৃত সামসুল হকের স্ত্রী দৃষ্টি প্রতিবন্ধী বেবী বেগমের (৫৫) বাড়িতে মাদক কারবারি জুয়েল জোড়পূর্বক প্রতিনিয়ত আড্ডা বসায়। তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। প্রভাবশালী একটি মহলের ছত্রছায়ায় জুয়েলের দৌড়াত্ব দিন দিন বেড়েই চলছে। এতে এলাকাবাসী আতংকিত ও নিরাপত্তাহী হয়ে পড়েছে। ইতিপূর্বে একাধিকবার মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযোগ ও প্রতিবাদ করে অনেকেই হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। এর আগে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘অগ্রণী যুব সংঘের’ সদস্যরা থানায় একাধিক লিখিত অভিযোগ করেছেন। তাতে কোন প্রতিকার পাননি, বরং উল্টো মাদক কারবারিদের ভয়ভীতি, হুমকি ও হামলার শিকার হয়েছেন। বার বার থানা পুলিশকে জানিয়ে কোনো প্রতিকার না পেয়ে এলাকাবাসী হতাশ হয়েছেন। মাদক কারবারিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে এলাকাবাসীর দাবি।

এদিকে মাদক কারবারিদের হামলায় মারাত্মক ভাবে আহত নৈশপ্রহরী রুহুল আমিনের ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে দুই দিন যাবত ব্যাপকভাবে ভাইরাল হয়। খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে বিএনপি মনোনীত প্রার্থী শাহ রিয়াজুল হান্নানের নির্দেশে বিএনপির সিনিয়র নেতা হাবিবুর রহমান শাহীন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মামুনুর রশিদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মু. সালাউদ্দিন আইয়ুবী হাসপাতালে তাকে দেখতে ছুটে যান। তারা আহত রুহুল আমিনের চিকিৎসার খোঁজখবর নেন এবং যেকোনো ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এব্যাপারে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব জানান, মাদক কারবারিদের হামলার খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে তাদের আস্তানায় হামলা চালিয়ে ২০ পিস ইয়াবা বাড়িসহ হুমায়ূন কবির নামে একজনকে আটক করা হয়েছে এবং তাদের আস্তানা ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে। উল্লেখিত মাদক কারবারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

‎শান্তিগঞ্জে মেধা যাচাই পরীক্ষায় সেরা বিদ্যালয়, শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান ‎

দোয়ারাবাজারে মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্টে বোগলাবাজার ইউনিয়ন চ্যাম্পিয়ন

ঘূর্ণিঝড় “সেনিয়ার” আতঙ্ক!

অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন ১০৩ চিকিৎসক

অনির্দিষ্টকালের জন্য এনআইডির সকল সেবা বন্ধ

চকরিয়ার হারবাংয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

মারধরের অভিযোগে চবি ছাত্রদলের তিন নেতাকে শোকজ

আঞ্চলিক জোট গঠন ও সমতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি ঘোষণা করেন জিয়া

গলায় পা দিয়ে চেপে ধরে মেজর সিনহার মৃত্যু নিশ্চিত করে ওসি প্রদীপ

দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও জোর করে ফ্লোর পার্টি করছে ইডেনের আবাসিক কিছু শিক্ষার্থী

নাশকতার মামলায় আ’লীগ নেতাদের সাথে জামায়াত নেতার নাম, প্রতিবাদে থানাগেটে বিক্ষোভ

টেকনাফে গহীন পাহাড়ে যৌথ সাঁড়াশি অভিযান,সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা ধ্বংস