স্টাফ রিপোর্টারঃ
শান্তিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’-এ বিশেষ ক্ষমতা আইনে জয়কলস ইউপি সদস্য আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) দিবাগত রাতে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আকরাম আলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে আসামি আনোয়ার হোসেন (৫২) গ্রেফতার করা হয়। তিনি সাবেক পরিকল্পনা মন্ত্রী এম. এ মান্নানের ঘনিষ্ঠ সহচর এবং জয়কলস ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য। তিনি শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলেন। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়।
শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আকরাম আলী বলেন, অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে।
আইনের শাসন প্রতিষ্ঠায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।