কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে জাতীয় পর্যায়ের শাপলা কাব অ্যাওয়ার্ড ও পিএস অ্যাওয়ার্ড মূল্যায়ন পরীক্ষায় স্কুল প্রধান শিক্ষক কতৃক জোর করে বদলী পরীক্ষার্থী অংশ গ্রহন করানো হয় এমনটি গুজব ছরানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যা সম্মান ক্ষুন্ন করার লক্ষে স্বার্থনেশী ও হিংসুকরা সাজানো সংবাদ প্রদান করেছে। এমনটি অভিযোগ উঠেছে মিথ্যা সংবাদ প্রদানকারীর বিরুদ্ধে।
উক্ত পরীক্ষায় ২০২৪ সালের জাতীয় পর্যায়ের শাপলা কাব অ্যাওয়ার্ড ও পিএস অ্যাওয়ার্ড মূল্যায়নের পরীক্ষা ৮ মার্চ সকাল ১০ টায় জেলায় দুইটি কেন্দ্রে অনুষ্ঠিত হয় । এর মধ্যে কামিল আলিয়া মাদরাসা কেন্দ্র অনুষ্ঠিত পরীক্ষায় নাগেশ্বরী উপজেলার পরীক্ষার্থী অংশগ্রহন করে তবে একজন পরীক্ষার্থী অসুস্থ্য থাকায় অন্য এক শিক্ষার্থী পরীক্ষা দিতে গেলে তাকে বের করে দেয় পরীক্ষকরা।
এ বিষয়ে নাগেশ্বরীর সাপখাওয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেওয়ান রাসেদা খানমের কাছে জানতে চাইলে তিনি জানান পরীক্ষার দ্বায়িত্বে ছিলেন রংপুর ও পঞ্চগরের পরীক্ষক তারা একজন বাইরের ভুয়া পরীক্ষার্থী পেয়ে তাকে সঙ্গে সঙ্গে বের করে দিয়েছেন কোন বদলী শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করতে দেখিনি বলে জানান সাপখাওয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ দেওয়ান রাসেদা খানম। এছাড়াও সম্মান ক্ষুন্ন করার পায়তারা করায় তীব্র নিন্দা জানান তিনি।