সাত্তার সিকদার, নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম
চট্টগ্রামের লোহাগাড়ায় শিক্ষা ও দ্বীনের আলো ছড়ানো ব্যক্তি আলহাজ্ব মাওলানা শামসুদ্দিন প্রকাশ শামসুদ্দিন হুজুর মৃত্যু বরণ করেছেন।
২ আগষ্ট (শনিবার) আনুমানিক সকাল সাড়ে ৮টার দিকে একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। গুণী এই ব্যক্তির মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।
নিহত আলহাজ্ব মাওলানা শামসুদ্দিন (৬৮) লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মল্লিক ছোবহান হাজীরপাড়ার মরহুম আবদুল মন্নান চৌধুরীর ছেলে ।
গুণী এই ব্যক্তির মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও লোহাগাড়া প্রেসক্লাবের পক্ষ থেকে শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।
সুত্রে জানা গেছে, আলহাজ্ব মাওলানা শামসুদ্দিন প্রকাশ শামসুদ্দিন হুজুর সর্বজন শ্রদ্ধেয় আলেম ছিলেন। তিন উপজেলার সুফী ফতেহ আলী ওয়াসী মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা। উপজেলার বিভিন্ন মসজিদ-মাদরাসা পরিচালনায় গঠনমূলক পরামর্শ দিতেন। সিকদার দিঘী জামে মসজিদে দীর্ঘদিন ধরে খতীবের দায়িত্ব পালন করেন এবং বর্তমান উক্ত মসজিদের পেশ ইমাম।
শনিবার (২ আগস্ট) রাত ১০ টায় পদুয়া এ সি এম উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পরিবারের লোকজন।