ঢাকামঙ্গলবার , ১ জুলাই ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

৫ দিন থানায় আটক রাখার পর কলেজ ছাত্রকে কোর্টে চালান দিল পুলিশ!

প্রতিবেদক
নিউজ এডিটর
২৭ অক্টোবর ২০১৯, ৪:৫৪ অপরাহ্ণ

Link Copied!

সাফওয়ান আল আজিজ,শহর রিপোর্টার :

গত ৫ দিন ধরে টেকনাফ থানায় আটক রাখার পর কলেজ শিক্ষার্থী নুর হোসেনকে কোর্টে হাজির করলেন পুলিশ। আজ সকালে নুর হোসেন এর পরিবার টেকনাফ থানায় গেলে তাদেরকে থানার বাইরে অপেক্ষা করতে বলেন থানার কর্মকর্তারা। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর তারা দেখেন পুলিশ কলেজ শিক্ষার্থী নুর হোসেন কে গাড়ীতে করে জেলা কোর্টে নিয়ে যাচ্ছে ।

এদিকে কলেজ শিক্ষার্থী নুর হোসেনকে বিনা কারণে ৫ দিন আটক রাখায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্র সমাজসহ সাধারণ জনগণ পুলিশের এরকম কান্ড কারখানার তীব্র প্রতিবাদ এবং সমালোচনা করেছেন ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন প্রশ্ন তুলেছেন, “সংবিধানের কোন আইনে লেখা আছে বিনা কারণে এবং ভিক্টিমের পরিবারের কাউকে না জানিয়ে থানায় ৫ দিন আটক রাখার বিধান?”

উল্লেখ্য,গত ২২ অক্টোবর টেকনাফ থানার ১ নং ইউনিয়ন হোয়াইক্যং ফাঁড়ির এস.আই মশিউর “নুর হোসেন” নামের একজন শিক্ষার্থীকে ধরে নিয়ে যায়। নুর হোসেনের পরিবার বারবার থানাতে গিয়েও তার কোন অনুসন্ধান পাচ্ছিল না। তার ভাই সাদ্দাম হোসেনকে থানা থেকে বলা হয়েছে, তাকে কোর্টে উঠানো হয়েছে এবং কোর্ট থেকে জেলে পাঠিয়ে দিয়েছে। কিন্তু সাদ্দাম হোসেন কোর্টে গিয়ে মামলার এজাহার তুলতে গেলে এই নামের কাউকে কোর্টে তোলা হয়নি বলে কোর্ট থেকে জানা যায় ।

বিষয়টা নিয়ে টেকনাফের ভুক্তভোগীর ভাইয়ের সাথে কথা বলে জানা যায় গত ২২ তারিখে আমার বোন জামাইয়ের সামনে থেকে এসআই মশিউর আমার ভাইকে ধরে নিয়ে যায়, কিন্তু এখন পুলিশ থানাকে গেলে আমাদের কোন তথ্য দিচ্ছে না। পুলিশ এবিষয়ে আমাদের সাথে কোন কথা বলছেও না, শুধু বলছে কোর্টে পাঠিয়ে দিয়েছি, কিন্তু কোর্ট থেকে আমার ভাইয়ের নামের কাউকে পাঠানো হয়নি বলে বলা হচ্ছে।

নুর হোসেনের মায়ের দাবী অামার ছেলেকে কেন ধরা হয়েছে, কেন কোর্টে তোলা হচ্ছে না.?? থানা কর্তৃপেক্ষের কাছে বারবার প্রশ্নকরে গ্রেপ্তারের বিষয়ে কোন উত্তর পায়নি।
তার ভাইয়ের বক্তব্য, “আমার ভাই কোন অন্যায় করলে, তাকে জেলে পাঠানো হোক। কেন এভাবে আমার ভাইকে আটকে রাখা হয়েছে?
এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি কলেজ ছাত্র নুর হোসেনকে কোন মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।।

236 Views

আরও পড়ুন

ঐতিহাসিক বটতলার হামদ নাতের আসর শেষে শিক্ষার্থীরা পেলেন বই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৭৬ কোটি ১০ লাখ টাকার বাজেট পাশ

মানসিক ভারসাম্যহীন যুবতী ধর্ষণের শিকার, এলাকায় উত্তেজনা

পটিয়ায় চাপড়া প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চকরিয়া বমুবিলছড়িতে মৎস্যর সচেতনতা সভা ও ভিজিএফ বিতরণ

ওআইসিভুক্ত দেশগুলোকে ইসলামোফোবিয়ার বিরুদ্ধে বিশ্বব্যাপী সোচ্চার হতে হবে – যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূইয়া

স্ক্যাবিস: এক নীরব মহামারী

দলীয় প্রধানরা লড়তে পারেন যেসব আসনে

দিয়ারা সেটেলমেন্ট পেশকারের প্রকাশ্যে ঘুস লেনদেনে নামে মাত্র বদলি জনমনে ক্ষোভ,
শীগ্রই প্রজ্ঞানন্দ ও আলমগীরের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নেয়া হবে উপসচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান

হকি খেলতে চীনে যাচ্ছেন শান্তিগঞ্জের নাদিরা তালুকদার ইমা

শেরপুরে ইউনাইটেড হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার : আটক-১

শিক্ষার আলোকবর্তিকা মরহুম মোঃ আব্দুল মজিদের স্মরণসভা