শহীদ সিরাত, কক্সবাজার :
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ৪৯৩ টি উপজেলা নির্বাচনের ধাপভিত্তিক তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ
করেছেন।
তথ্যমতে কক্সবাজার জেলার মহেশখালী, কুতুবদিয়া ও কক্সবাজার সদর উপজেলায় প্রথম ধাপে ৪ মে
নির্বাচন অনুষ্ঠিত হবে।
১১মে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হবে ঈদগাঁও, চকরিয়া ও
পেকুয়া উপজেলায়।
১৮মে তৃতীয় ধাপে অনুষ্ঠিত হবে উখিয়া, রামু ও টেকনাফ উপজেলায়।
মোট তিনটি ধাপে সম্পন্ন হবে কক্সবাজার জেলার উপজেলা পরিষদ সমুহের নির্বাচন।
নির্বাচন কমিশন সূত্রে আরো জানা যায়, প্রথম ধাপে ১৫৩টি, দ্বিতীয় ধাপে ১৬৫টি, তৃতীয় ধাপে ১১১টি ও চতুর্থ ধাপে ৫২টি উপজেলা নির্বাচন সম্পন্ন হবে।
অবশিষ্ট ১২টি উপজেলা পরবর্তীতে নির্বাচনযোগ্য হবে বলে উল্লেখ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০