মোস্তাকিম হোসেন,হিলি স্থলবন্দর সংবাদদাতা :
টানা ৩ দিন সরকারি ছুটি শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম শুরু হয়েছে।
আজ রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক জামিল হোসেন চলন্ত।
তিনি জানান, ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস, শুক্রবার সরকারি ছুটি ও শনিবার শবে বরাত উৎযাপন উপলক্ষে টানা ৩ দিন সরকারি ছুটি থাকায় (বৃহস্পতিবার) সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে পন্য সামগ্রী আমদানি-রপ্তানি বন্ধ ছিল। আজ রবিবার (২০ শে মার্চ) থেকে হিলি স্থলবন্দরে দু-দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম পূর্বের নিয়মে চালু হয়েছে।
হিলি স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক প্রতাপ বলেন,টানা ৩ দিনের সরকারি ছুটিতে হিলি বন্দরের পানামা হিলি পোর্ট অভ্যন্তরীণ সকল কার্যক্রমও বন্ধ ছিল। আজ রবিবার সকাল থেকে বন্দরের সকল কার্যক্রম আবারও চালু হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০