এম এম রুহেল, জৈন্তাপুর প্রতিনিধি-
সিলেটের জৈন্তাপুর সীমান্তের ১৯ বিজিবি’র অভিযানে ৬টি ভারতীয় গরু আটক। কাষ্টাম কর্তকর্তার উপস্থিতিতে নিলাম দেওয়া হবে।
গতকাল ১৬অক্টোবর জৈন্তাপুর সীমান্তের লালাখাল জঙ্গীবিল এলাকায় ১৯ বিজিবি’র লালাখাল ক্যাম্পের টহল টিম অভিযান পরিচালনা করে চোরাইপথে আসা ৬টি ভারতীয় গরু আটক করে ক্যাম্পে নিয়ে যায়।
এলাকাবাসী সূত্রে জানায় চেরাকারবারী দলের সদস্যরা দীর্ঘ দিন হতে জৈন্তাপুর সীমান্তের দূর্গম এরিয়া লালাখাল, আফিফা নগর, জঙ্গীবিল, ইয়াংরাজা, বালিদাঁড়া, তুমইর হয়ে চোরাইপথে ভারতীয় মালামাল সহ বিভিন্ন মাদক সমাগ্রী নিয়ে আসছে। বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে। গতকাল তারা গোপন সংবাদে জানতে পরে অভিযান পরিচালনা করে চোরাকারবারী লালাগ্রামের রইছ আলীর ছেলে আসান (২৮) এর নিয়ে আসা ৬টি গরু আটক ক্যাম্পে নিয়ে যায় এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।
১৯ বিজিবি’র সিও আবু সাঈদ গরু আটকের বিষয় নিশ্চিত করে বলেন বিজিবি’র টহল টিম অভিযান পরিচালনা করে ৬টি গরু আটক করেছে। কাষ্টম কর্তকর্তার উপস্থিতিতে নিলাম হবে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০