ঢাকারবিবার , ২৪ নভেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

হিলি স্থলবন্দর বাজারে আতপ চালের দাম বেড়েছে কেজিতে ১০ টাকা

প্রতিবেদক
নিউজ এডিটর
১২ সেপ্টেম্বর ২০২২, ৮:৩৭ অপরাহ্ণ

Link Copied!

মোস্তাকিম হোসেন,হিলি স্থলবন্দর সংবাদদাতা :

ভারত সরকার আতব ও খুদ চাল আমদানির উপর ২০ শতাংশ শুল্ক আরোপের কারনে হিলি স্থলবন্দরের খুচরা বাজারে সিদ্ধ চালের দাম কেজিতে ১ থেকে ২ টাকা বেড়েছে। গুদামজাতকৃত আতপ চালের দাম কেজিতে বেড়েছে ১০ টাকা।

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে সিদ্ধ চাল আমদানি অব্যাহত রয়েছে। শুধু আতপ চাল ও খুদ রফতানিতে ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে ভারত সরকার। সিদ্ধ চাল রফতানির ক্ষেত্রে কোনও শুল্ক আরোপ করা হয়নি। এর ফলে শুল্ক মুক্ত ভাবেই সিদ্ধ চাল আমদানি হচ্ছে। ২০ শতাংশ শুল্ক আরোপ করায় হিলি বন্দর দিয়ে আতপ চাল আমদানি বন্ধ রয়েছে।

এদিকে আতপ চাল আমদানি বন্ধ থাকায় পাইকারী ও খুচরা বাজারে সিদ্ধ চালের দাম কেজিতে ১ থেকে ২ টাকা বেড়েছে।

ভারতের বাজারে সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত সরকার মিনিষ্টি অফ ফিনান্স থেকে নোটিফিকেশন নং ৪৯/ ২০২২ কাস্টমস পত্রে চাল রফতানির ক্ষেত্রে শুল্ক আরোপের বিষয়টি নিশ্চিত করেন। গত শুক্রবার থেকেই তা কার্যকর করা হয়।

ভাঙা চাল (খুদ) রফতানি একেবারে বন্ধ করা হয়েছে। এছাড়া ব্রাউন চালে ২০ শতাংশ ও হাসকিট নামের একটি চাল রয়েছে,তাতে ২০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। তবে সিদ্ধ চালে কোনও শুল্ক আরোপ করা হয়নি। এ কারণে আগের মতোই বন্দর দিয়ে শুল্কমুক্ত পণ্য হিসেবে সিদ্ধ চাল বাংলাদেশে রফতানি অব্যাহত রয়েছে।

হিলি স্থলবন্দরের চাল আমদানিকারকরা জানান, নতুন করে শুল্ক আরোপের কারনে আতপ চাল আমদানি বন্ধ রয়েছে। আতপ চালের শুল্ক বাড়ায় কেজিতে ১০ টাকা দাম বাড়ছে। আগে যে চাল ৩৬ টাকা কেজিতে বিক্রি হতো এখন ৪৭ টাকায় বিক্রি করতে হচ্ছে। তবে সিদ্ধ চালের দাম বাড়েনি।

খুচরা চাল বিক্রেতারা বলেন, সোমবার সকাল থেকে মিনিকেট , স্বর্ণ ৫, ২৮ জাতের চাল কেজিতে ১ থেকে ২ টাকা বেড়েছে। তবে সরকার বাজারে ওএমএস ও খাদ্য বান্ধব ও ভিজিডি চাল সরবরাহ করায় মোটা জাতের চালের দাম স্বাভাবিক রয়েছে।

হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ হারুন বলেন, দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণ রাখতে চালের আমদানি শুল্ক ৬২ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ নির্ধারণ করে সরকার। গত ২৩ জুলাই থেকে বন্দর দিয়ে চাল আমদানি অব্যাহত রয়েছে। প্রতিদিন হিলি দিয়ে দেড় থেকে ২ হাজার টন চাল আমদানি হয়ে থাকে এর মধ্যে ৩০ ভাগ আতপ চাল রয়েছে। নতুন করে শুল্ক আরোপ করায় ৩ দিনে হিলি বন্দর দিয়ে আতপ চাল কিংবা খুদ আমদানি হয়নি। আমদানিকারকরা সিদ্ধ চালের দাম না বাড়ালেও খুচরা ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দিয়েছে। তবে গুদামজাতকৃত আতপ চালের দাম কেজিতে ১০ টাকা বেড়েছে।

হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের জন সংযোগ কর্মকর্তা সোহরাফ হোসেন মল্লিক প্রতাব জানান,এ পর্যন্ত ৭০৪ গাড়ীতে ২৯ হাজার ৩শ ৯৫ মে: টন চাল আমদানি হয়েছে। ভারত সরকারের শুল্ক আরোপের আগে আতপ চাল আসলেও এখন আর আতপ চাল আসছেনা।

337 Views

আরও পড়ুন

আইডিইবির ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আধুনগর পলিটেকনিক ইনস্টিটিউটের র‌্যালি ও আলোচনা সভা

দোয়ারাবাজারে এফআইভিডিবি’র স্বাস্থ্য সামগ্রী বিতরণ

বোয়ালখালীর নব যোগদানকৃত শিক্ষা অফিসার হারুন উর রশীদকে বরণ

জামালপুরে মৃত আইনজীবী হলেন অতিরিক্ত জিপি

তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসা, সাইনবোর্ড শাখার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

সাইফুল ইসলামের কবিতা : শীতের আমেজ

সড়ক দুর্ঘটনায় আহত ইসলামি বক্তা আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ

পাবনার হেমায়েতপুরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ : নিহত ১

কাপাসিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল শোভাযাত্রার আয়োজন

কাপাসিয়ায় ইসলাম শিক্ষা শিক্ষক পরিষদের উদ্যোগে সিরাতুন্নবী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন

কক্সবাজারের ঈদগাহতে ফুলকুঁড়ি আসরের সুবর্ণজয়ন্তী উদযাপন

জবিস্থ শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে সৌরভ – মনির