মোস্তাকিম হোসেন, হিলি স্থলবন্দর সংবাদদাতা :
হিলি স্থলবন্দরের একমাত্র গুরুত্বপূর্ণ রেল স্টেশন সকল কার্যক্রম চালু ও সকল আন্ত:নগর ট্রেনের বিরতির দাবিতে উপজেলা নিবার্হী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্বারক লিপি প্রদান করা হয়েছে।
আজ রবিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ে এই স্বারকলিপি প্রদান করা হয়।
এ সময় হিলি হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন চলন্ত সাড়ে ৩ হাজার জনগনের স্বাক্ষরিত একটি স্বারকলিপি উপজেলা নিবার্হী অফিসার রাফিউল আলমের কাছে হস্তান্তর করেন। স্বারকলিপি প্রদানের সময় বিভিন্ন দলের নেতাকর্মী সহ জনসাধারন উপজেলা পরিষদে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৮ সালের ৭ জানুয়ারি লোকবলের সংকট দেখিয়ে দিনাজপুরের হিলি স্থলবন্দরের গুরুত্বপুন রেল স্টেশনের সকল কার্যক্রম সাময়িক ভাবে বন্ধ করে দেয় বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলীয় দপ্তর।