
মোস্তাকিম হোসেন,হিলি স্থলবন্দর সংবাদদাতা:
করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে সামাজিক দূরুত্ব বজায় রাখতে দিনাজপুরের হিলিতে যৌথভাবে অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।
গত ৭ এপ্রিল থেকে এ পর্যন্ত হিলি বাজারে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বন্দর-বাজার-ঘাট ও রাস্তায় অযথা ঘোরাফেরা এবং দোকান খোলার অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ লাখ ৮৮ হাজার ৩ শত টাকা অর্থ জরিমানা আদায় করা হয়েছে।
হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম জানান, স্থানীয় সকলকে সরকারী বিধি-নিষেধ মেনে করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে সচেতন হয়ে সামাজিক দূরুত্ব বজায় রাখার আহ্বান জানান। ভ্রাম্যমান আদালতের চলমান এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ সময় হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক আকন্দ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০