মোস্তাকিম হোসেন,হিলি স্থলবন্দর সংবাদদাতা:
দিনাজপুরের হিলিতে চৌবাচ্চাতে পড়ে গিয়ে নীল দাশ (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার বিকেল ৩ টার দিকে হিলির চেকপোষ্ট সড়কে এই ঘটনাটি ঘটে। মৃত নীল দাস ওই এলাকার সৌমিত্র কুমার দাসের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, নীল বাড়িতেই খেলা করছিল, এর একপর্যায়ে সকলের অগোচরে বাড়ির পাশ্বে টিউবয়েলের পানি জমে থাকা একটি চৌবাচ্চার মধ্যে পড়ে যায়। পরে নীলকে না পেয়ে আশেপাশে অনেক খোজাখুজির পরে বাড়ির পাশ্বের সেই চৌবাচ্চার মধ্যে থেকে উদ্ধার করে স্থানীয় হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
হাকিমপুর থানার ওসি তদন্ত রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
হাকিমপুরে ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত
মোস্তাকিম হোসেন,হিলি স্থলবন্দর সংবাদদাতা:
দিনাজপুরের হাকিমপুর উপজেলা আওয়ামী লীগের খট্টা মাধবপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনের আজ বুধবার বিকেলে মংলা প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। সম্মেলনে সকলের সন্মতিক্রমে মোঃ সোহরাব হোসেন কে সভাপতি ও মোহাম্মদ তাছির উদ্দীন বাপ্পিকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩০৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
আব্দুল মালেক মন্ডলের সভাপতিত্বে ত্রি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ হারুন, বিশেষ অতিথি ছিলেন মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এমদাদুল হক চৌধুরী, জেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা অধ্যাপক সৈয়দ মোস্তাফিজুর রহমান প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০