মোস্তাকিন হোসেন,হিলি স্থলবন্দর সংবাদদাতা:
দিনাজপুরের হিলিতে ট্রাকের ধাক্কায় রবিন্দ্র সরকার (৩৬) নামের এক যুবক নিহত হয়েছে। আাজ (২১ সেপ্টেম্বর) বৃহস্পতিবার রাত ৮ টার দিকে হিলি-বিরামপুর সড়কের ডাঙ্গাপাড়া ঈদগাহ মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিন্দ্র সরকার পাশ্ববর্তী জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার সোনাপুর গ্রামের পূর্ণা চন্দ্র সরকারের ছেলে।
হাকিমপুর (হিলি) থানার ওসি আবু ছাঁয়েম মিয়া প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, নিহত রবিন্দ্র সরকার রংপুর থেকে মোটরসাইকেল যোগে তার নিজ বাড়িতে ফেরার সময় হিলি-বিরামপুর সড়কের ডাঙ্গাপাড়া নামক স্থানে পৌছিলে হিলি থেকে বিরামপুর অভিমুখে যাওয়া একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে সে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থালেই নিহত হয়। এবং ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।
তিনি আরো জানান, ঘাতক ট্রাকটি সনাক্ত করে আটকের চেষ্টা চলছে। সেই সাথে নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা থানায় আসলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০