মোস্তাকিম হোসেন,হিলি স্থলবন্দর সংবাদদাতা:
দিনাজপুরের হিলিতে শারদীয় দূর্গাপুজা উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন পুজা মন্ডপে দায়িত্ব পালনরত ১০৪জন আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ভাতা বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার কার্যালয়ের সামনে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে এ ভাতা বিতরণ করা হয়।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে ভাতা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন, হিলি-১১ আনসার ব্যাটালিয়নের কমান্ডার আনোয়ার জাহেদ, হাকিমপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রেজেনা পারভীন, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলনসহ অনেকে।
হাকিমপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রেজেনা পারভীন নিউজ ভিশন ৭১ বিডিকে, শারদীয় দূর্গাপুজা উপলক্ষ্যে উপজেলার ২০ টি পূজা মন্ডপে দায়িত্ব পালনরত ১০৪জন আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ভাতার টাকা প্রদান করা হয়েছে। এদের মধ্যে প্লাটুন কমান্ডার ও সহকারী প্লাটুন কমান্ডারকে ২ হাজার ৬২৫ টাকা করে ও সাধারণ সদস্যদেরকে ২ হাজার ৩৭৫ টাকা করে মোট ২ লাখ ৫৭ হাজার ৭৭০টাকা বিতরণ করা হয়।