পরিমল চন্দ্র বসুনিয়া, লালমনিরহাট
লালমনিরহাটের হাতীবান্ধায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল করেছে উপজেলা বিএনপি।
রবিবার (২৩ মার্চ) বিকেলে হাতীবান্ধা উপজেলা বিএনপির আয়োজনে উপজেলার আলিমুদ্দিন সরকারি ডিগ্রি কলেজ মাঠে ওই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের পাশাপাশি কয়েক হাজার মানুষ অংশ নেয়।
দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও লালমনিরহাট-১ আসনের প্রার্থী ব্যারিষ্টার হাসান রাজীব প্রধান। এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক মোশাররফ হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউদজ্জামান ওপেল প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০