মোস্তাকিন হোসেন,হিলি স্থলবন্দর সংবাদদাতা :
আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে ভূমিসহ সেমিপাকা ঘর হস্তান্তর করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ধাপে হাকিমপুর ৩০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পেলো প্রধানমন্ত্রীর উপহারের ঘর।
বুধবার (৯ আগস্ট) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এসব ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী।
পরে হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে দলিল হস্তান্তর করেন প্রধান অতিথি দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা রহমান।
এসময় সেখানে হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন,উপজেলা নিবার্হী অফিসার অমিত রায়,হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম,ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা,সহকারী কমিশনার (ভুমি) মোকলেদা খাতুন মীম,উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম,থানার ওসি আবু সায়েম মিয়া,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সোহরাব হোসেন প্রতাব মল্লিক ও তিন ইউনিয়নের চেয়ারম্যানসহ অনেকে উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ৪র্থ পর্যায়ের ২য় ধাপে আজ হিলিতে ৩০ টি ‘ক’ শ্রেণির ভূমি ও গৃহহীন পরিবারকে ঘর প্রদান করা হয়েছে। সেই সাথে হিলি উপজেলাকে ‘ক’ শ্রেণীর ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। এই ঘোষণার পরেও প্রকৃতিক দূর্যোগের কারণে কেউ যদি গৃহহীন ও ভূমিহীন হন চাহিদা প্রদানের মাধ্যমে তাদের আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় আনা হবে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০