হাওর ও নদী রক্ষা আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন
স্টাফ রিপোর্টারঃ
“হাওর, নদী, সবুজ বাঁচলে আমরা বাঁচি” এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে হাওর ও নদী রক্ষা আন্দোলন এর আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
শনিবার (৫ জুলাই ) বিকেলে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি হল রুমে সিলেট এমসি কলেজের লেকচারার শামিমুল হাসান শামীম এর সভাপতিত্বে ও ওবায়দুল হক মিলন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মোঃ শাহ কামালকে আহবায়ক ও সুহেল মিয়াকে সদস্য সচিব করে তিন মাস মেয়াদে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ ওবায়দুল হক মিলন,যুগ্ম আহ্বায়ক মোঃ রাজু আহমেদ, এড. দীপঙ্কর বনিক সুজিত,ওবায়দুল মুন্সী, মোজাহিদুল ইসলাম মজনু এবং সাবিহা সুলতানা।
আহবায়ক কমিটির সদস্যরা হলেন মোশফিকুর রহমান স্বপন,ফজলে রাব্বি খান, মিজানুল হক সরকার, সুমন পাল, মুছিহুর রহমান জুনেদ, আব্দুল বাছির, জাকির হোসেন, কর্ণ বাবু দাশ, আকিব জাবেদ, শাহ মোশাহিদ আলম ফয়সল, ত্বাহা হোসাইন এবং জেলার ১২ টি উপজেলা হতে ১২ জন প্রতিনিধি সদস্য হলেন তাহিরপুরে মিজানুর রহমান, জামালগঞ্জ- আরিফুল ইসলাম সরকার, ধর্মপাশা- মুন্না চৌধুরী, মধ্যনগর- আশরাফ উদ্দিন হিল্লোল, দিরাই- দবির মিয়া, শাল্লা – আনোয়ার হোসাইন,শান্তিগঞ্জ – আহমেদ উসমান, জগন্নাথপুর- কাইয়ূম আহমেদ, সদর – মোঃ মাইনুদ্দিন,সদর -তৈয়বুর রহমান, বিশ্বম্ভপুর – এমদাদুল হক মিলন ও দোয়ারা বাজােরে এড. জয়নাল আবেদীন।
সর্বশেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান সভাপতি শামিমুল হাসান শামীম।