স্টাফ রিপোটারঃ
হাওর এবং হাওরের প্রাকৃতিক পরিবেশ রক্ষায় হাওর বিষয়ক মন্ত্রণালয় গঠনের বিকল্প নাই বলে জানানো হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে শহরের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে "প্রস্তাবিত হাওর ও জলাশয় সুরক্ষা, উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন: নাগরিক মতামত" শীর্ষক সেমিনারে এ দাবি জানানো হয়।
এসময় তৃণমূলের কৃষক ও জেলা সম্প্রদায়ের লোকদের মতামত ও সুপারিশ লিপিবদ্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি করেন তারা।
সুজনের নির্বাহী পরিচালক নির্মল ভট্টাচার্যের সভাপতিত্বে ও পদ্মা'র নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান -এর সঞ্চালনায় আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এএলআরডির প্রোগ্রাম ম্যানেজার সানজিদা খান রিপা ও আইন বিষয়ে তত্ত্ব উপস্থাপন করেন এএলআরডির ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার এ.কে.এম বুলবুল।
এসময় তারা বলেন, হাওরের দুর্যোগ প্রতিরোধ জাতীয় কমিটি এক সংবাদ সম্মেলনে বলেছে, দেশের হাওর, বাঁওড় এবং বিলগুলোয় প্রাকৃতিক নিয়ম বজায় রাখতে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। তাহলে আগের মতো মাছ ও জলজ উদ্ভিদে এসব স্থানের পরিবেশ ও প্রতিবেশ বজায় থাকবে।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন হাওরের কৃষি ও কৃষক সংগ্রাম কমিটির আহ্বায়ক রমেন্দ্র কুমার দে মিন্টু, উন্নয়ন প্রচেষ্টায় মানুষের নির্বাহী পরিচালক এম এইচ তালহা চৌধুরী, হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুল, সচেতন নাগরিক কমিটি সহ সভাপতি এডভোকেট খলিলুর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পূড়ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রাইজুল, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন,সমাজ কর্মী জাহাঙ্গীর আলম,জাহানারা বেগম, আরটিভি জেলা প্রতিনিধি শহিদ নুর আহমদ, মোহনা টিভির জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস তালুকদার, সাংবাদিক আল-হেলাল, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি কর্ণ বাবু, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু সঈদ, হাওর বাঁচাও আন্দোলন শান্তিগঞ্জ উপজেলা কমিটির বাঁধ বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম ও টেকসই গ্রাম উন্নয়ন সংস্হার প্রতিনিধি শহীদুল ইসলাম রেদুয়ান প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০