মো জহুরুল ইসলাম( জীবন ) হরিপুর(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের হরিপুরে প্রাথমিকে নব যোগদানকৃত শিক্ষকদের বরণ ও অবসর প্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি হরিপুর উপজেলা শাখার আয়োজনে শনিবার হরিপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সকাল সাড়ে ১১টায় সমিতির সহ সভাপতি আব্দুস সোবাহানের সভাপতিত্বে বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৩৩ জন নবাগত প্রাথমিক শিক্ষক কে ফুল দিয়ে বরণ ও ১৮ জন অবসর প্রাপ্ত শিক্ষককে সম্মাননা স্মারক ক্রেস প্রদান করেছেন।
অনুষ্ঠানের আলোচনা সভায় গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ,লীগ সভাপতি অধ্যক্ষ মোঃ জিয়াউল হাসান (মুকুল),বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার একে এম শরীফুল হক,আ,লীগ সাধারণ সম্পাদক এস এম আলমগীর, প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার এম এ জাহিদ ইবনে সুলতান, উপজেলা ভাইস চেয়ারম্যান ও আ,লীগ সহ সভাপতি আব্দুল কাইযুম পুস্প।
সভায় আরো বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ সৈয়দুর রহমান, জেলাপরিষদ সদস্য আনিসুজ্জামান(সান্ত),সাবিনা ইয়াসমিন রিপা,বীব মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার বাবু নগেন কুমার পাল,প্রধান শিক্ষক জামাল উদ্দীন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সঞ্চালনা করেন সমিতির সম্পাদক প্রধান শিক্ষক আলী আকবর।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০