আজিজুল হক নাজমুল, স্টাফ রিপোর্টারঃ
করোনা মহামারির প্রভাবে যখন নাস্তানাবুদ জনজীবন ঠিক সে সময়েই দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পর এলো খুশির ঈদ। কিন্তু করোনার কড়াল গ্রাসে ঈদের আনন্দ ফিকে হয়ে গেছে অনেকেরই। বিশেষ করে কর্মহীন হয়ে পড়া মানুষ গুলোর মাঝে নেই ঈদের আমেজ। ঈদকে ঘিরে নানান রকম স্বপ্ন থাকলেও বিরুপ পরিস্থিতিতে তা পুরণের সাধ্য নেই তাদের। এমন পরিস্থিতিতে অসহায় দুস্থ মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে তাদের পাশে দাঁড়িয়েছে স্বপ্নের ফুলবাড়ী সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
আসন্ন ঈদ উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শাহ বাজার অঞ্চলের শতাধিক নারী -পুরুষ দুস্থ মানুষের মাঝে স্বপ্নের ফুলবাড়ী সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার (শাড়ী, লুঙ্গি ও পাঞ্জাবি) বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ১৩ মে সন্ধ্যায় সংগঠনের তরুণেরা ওই অঞ্চলের দুস্থ মানুষের বাড়ীতে বাড়ীতে গিয়ে ঈদ উপলক্ষে শাড়ী, লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণ করেছেন।
উল্লেখ্য, করোনার প্রাদুর্ভাবের পর থেকে সংগঠনটির তরুণদের উদ্যোগে মাস্ক বিতরণ, স্বাস্থ্যবিধি পালন, মুমূর্ষ রোগীর জন্য রক্তদান কর্মসূচী পালনের সাথে সাথে দুস্থদের মাঝে ঈদবস্ত্র বিতরণ কর্মসূচী বাস্তবায়ন করায় স্থানীয় সুধীমহলে প্রশংসিত হয়েছেন। পাশাপাশি সুধীমহলের তরফ থেকে আগামীদিনে আরও বৃহৎ পরিসরে সকল মানবিক কাজে তরুণদের সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং সংগঠনটির উত্তরোত্তর সফলতা কামনা করেন।