ঢাকাসোমবার , ৬ মে ২০২৪
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

লাঙ্গল নয় মনিকে বর্জন
স্বতন্ত্র প্রার্থী ছানুকে জেলা জাপার সমর্থন

প্রতিবেদক
নিউজ ভিশন
২৬ ডিসেম্বর ২০২৩, ১২:১৯ অপরাহ্ণ

Link Copied!

রাকিবুল আওয়াল পাপুল ,শেরপুর জেলা প্রতিনিধি :

শেরপুর জেলা জাতীয় পার্টির সভাপতিসহ দলের নেতাকর্মীদের পাস কাটিয়ে নিজের ইচ্ছায় নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাওয়ার অভিযোগ এনে জাতীয় পার্টির সমর্থিত প্রার্থী মাহমুদুল হক মনিকে বর্জন করেছে শেরপুর জেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইলিয়াস উদ্দিনসহ দলের অধিকাংশ নেতাকর্মীরা। আজ ২৫ ডিসেম্বর বিকেলে শহরের ইলিয়াস প্লাজায় শেরপুর সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক চেয়ারম্যন মোখলেছুর রহমানের সভপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একই সাথে শেরপুর-১ সদর আসনের ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী ও শেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: ছানোয়ার হোসেন ছানুকে সমর্থন জানানো হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইলিয়াস উদ্দিন, ধলা্ ই্নউনিয়নের সাবেক চেয়ারম্যান আতর আলী, বাজিতখিলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হেলাল উদ্দিনসহ জেলা, উপজেলা, বিভিন্ন ইউনিয়ন জাতীয় পার্টির নেতৃবৃন্দ। এসময় সকল নেতারাই জাতীয় পার্টির সমর্থিত প্রার্থী মাহমুদুল হক মনিকে বর্জনের পক্ষে মত প্রদান করেন। তারা আরো অভিযোগ করেন শেরপুরে জাতীয় পার্টির নাম ভাঙ্গিয়ে দলের প্রার্থী হয়ে দলের নেতকর্মিদের পাশকাটিয়ে নির্বাচন করে আওয়ামীলীগের প্রার্থীকে বিজয়ী করার জন্য তিনি কাজ করছেন। কিন্তু শেরপুরের মানুষ এবার পরিবর্তন চায়। কাজেই কোন ষড়যন্ত্রই এবার কাজে আসবেনা।
পরে সভায় যোগদেনর শেরপুর-১ সদর আসনের ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও শেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: ছানোয়ার হোসেন ছানু, বর্তমান উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম। ছানোয়ার হোসেন ছানু শেরপুর সদরের সমহারে উন্নয়ন করার লক্ষে তার ট্রাক মার্কার পক্ষে সমর্থন প্রদান ও ভোট দেয়ার জন্য জাতীয় পার্টির নেতাকর্মীদের অনুরোধ করেন। পরে সভায় বর্তমান ও সাবেক তিন উপজেলা চেয়ারম্যান এবং উপস্থিত জাতীয় পার্টির নেতাকর্মীরা ট্রাকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারাবদ্ধ হন।

146 Views

আরও পড়ুন

লোহাগাড়ায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক উৎসব‌ সম্পন্ন

নাগরপুরে শিক্ষক নেতৃত্বে সর্বোচ্চ ৫৬৮ ভোট পেয়ে নির্বাচিত ছানোয়ার

নাগরপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত

বাইশারী বাজারে অগ্নিকাণ্ডে ফ্যামিলি বাসাসহ ৪ দোকান পুড়ে ছাই !!

সুন্দরবন’র আগুন নিয়ন্ত্রণে এলেও শংকা কাটেনি এখনও

শেরপুরে ‌’কানেক্ট জাপান এডুকেশন’ ট্রেনিং সেন্টারের উদ্বোধন

আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

চলছে তীব্র তাপদাহ এতে জনজীবন অতিষ্ঠ গ্রীন ভয়েস কক্সবাজার জেলার বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ

রাসিক মেয়রের সাথে ফটোজার্নালিস্ট এ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ।

নাগরপুরে প্রাথমিক শিক্ষক সমিতির নতুন নেতৃত্বে হোসেন-ওয়াহিদ-কানিজ

রাঙামাটির কাউখালীতে বজ্রপাতে মৃত্যু-১ আহত-৪

বজ্রপাতে অগ্নিদগ্ধ হয়ে খাগড়াছড়িতে নিহত-৩