সিয়াম আহমেদ, নারায়ণগঞ্জ
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার চার যুবকের লাশ দেশে এসে পৌঁছেছে। আজ বুধবার (১৬ অক্টোবর) নিহতের লাশ গ্রামের বাড়িতে নেওয়ার হয়। নিহতরা হলেন- নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের বদলপুর গ্রামের জব্বর মিয়ার ছেলে সুরুজ মিয়া, একই এলাকার মোতালিব ব্যাপারির ছেলে নুরে আলম ওরফে নুরা মিয়া, খালিয়ারচর গ্রামের মোকারমের ছেলে উজ্জল এবং খাগকান্দা ইউনিয়নের চম্পকনগর গ্রামের আক্রম আলীর ছেলে রাসেল।নিহতের লাশ গ্রামের বাড়িতে নেওয়ার পর নিহতদের স্বজনদের মধ্যে চলছে উল্লেখ্য, গত ২৩ আগস্ট সৌদি আরবের মদিনার আল ফাহাদ কোম্পানিতে কাজ শেষে পিকআপ ভ্যানে করে বাসায় ফিরছিলেন আড়াইহাজার উপজেলার চার যুবক। পথে তাদের বহনকারী পিকআপের চাকা ফেটে প্রাইভেটকারের সঙ্গে ধাক্কা লেগে পিকআপ ভ্যানটি উল্টে যায় এবং ঘটনাস্থলেই তারা মারা যান। পরে তাদের মরদেহ মদিনা কিং ফাহাদ হাসপাতালের হিমঘরে রাখা হয়। বিষয়টি নিশ্চিত করে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) এর আড়াইহাজার শাখার ফিল্ড অফিসার আমিনুল হক জানান, আজ বুধবার ভোরে সৌদি এয়ারলাইলান্সের একটি ফ্লাইটে করে সৌদি আরব থেকে আড়াইহাজার উপজেলার চার যুবকের লাশ দেশে এসে পৌঁছায়। এদিকে গত দেড় মাস ধরে পরিবারের লোকজন তাদের সন্তানের লাশের জন্য অপেক্ষা করছিলেন। অবশেষে আজ তাদের কাছে দাফনের জন্য লাশ হস্তান্তর করা হয়।