নিজেস্ব প্রতিবেদক :
বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় ফেনীর সোনাগাজী উপজেলার ২নং বগাদানা ইউনিয়ন জাতীয়তাবাদী তাঁতী দলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) আয়োজিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা জাতীয়তাবাদী তাঁতী দলের সদস্য সচিব মো. আব্দুল আল আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয়তাবাদী তাঁতী দলের আহ্বায়ক মো. ইসমাইল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল মনজুর সবুজ এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফকরুল ইসলাম সুমন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২নং বগাদানা ইউনিয়ন জাতীয়তাবাদী তাঁতী দলের সভাপতি মো. বাবুল মিয়া, এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. ইমাম হোসেন।
প্রধান অতিথি মো. আব্দুল আল আমিন তাঁর বক্তব্যে বলেন, "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু একজন বীর মুক্তিযোদ্ধাই ছিলেন না, তিনি বাংলাদেশের গণতন্ত্রের রূপকার। আজ দেশে গণতন্ত্র বিপন্ন, মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় বন্দি করে রাখা হয়েছে, অথচ তিনি এ দেশের জনগণের জন্য সারাজীবন লড়াই করেছেন।"
তিনি আরও বলেন, "বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে নেতৃত্ব দিচ্ছেন। তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। একইসঙ্গে আমি বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের আহ্বান জানাই— আসুন, ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন গড়ে তুলি।"
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা সবাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করেন। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দোয়া করা হয়।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০