মির্জা নাদিম, স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় সোনাগাজীতে রাস্তা সংস্কার কার্যক্রম পরিচালিত হয়েছে। আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে, সোনাগাজী উপজেলার ৩নং মঙ্গলকান্দী ইউনিয়নের বক্তার মুন্সী ও ডাক-বাংলা এলাকায় স্থানীয় জনগণের স্বার্থে সড়ক ও রাস্তা মেরামতের কাজে অংশ নেন জাতীয়তাবাদী তাঁতী দলের নেতাকর্মীরা।
এই কার্যক্রমের নেতৃত্ব দেন সোনাগাজী উপজেলা জাতীয়তাবাদী তাঁতী দলের সদস্য সচিব মো. আব্দুল আল আমিন। তিনি বলেন,
“বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশনায় আমরা জনগণের পাশে থাকার অঙ্গীকার করেছি। সোনাগাজীর সাধারণ মানুষের যাতায়াতে দীর্ঘদিনের ভোগান্তি লাঘব করতেই আমরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে রাস্তা সংস্কার করছি। সরকার যখন জনগণের উন্নয়নে ব্যর্থ, তখন আমাদের মতো দেশপ্রেমিকরা নিজ উদ্যোগেই কাজ করে যাচ্ছে।”
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, রাস্তার বেহাল দশার কারণে দীর্ঘদিন ধরে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। তাঁতী দলের এই উদ্যোগ তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করবে।
এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের জাতীয়তাবাদী তাঁতী দলের নেতাকর্মীরা। ভবিষ্যতেও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন দলীয় নেতারা।