
ফরহাদ আমিন:
কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন থেকে শাহপরীরদ্বীপে যাওয়ার পথে স্পিডবোট উল্টে মা-মেয়ের মৃত্যু হয়েছে।
সোমবার(১ডিসেম্বর)সকাল সাড়ে১০টার দিকে নাইক্ষ্যংদিয়া গরারচর মোহনায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন,সেন্টমার্টিনের মাঝরপাড়ার নাজির আহাম্মদের মেয়ে মরিয়াম খাতুন(৩৫) ও তার শিশু মেয়ে মাহিমা খাতুন(৬)।আহতদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া সম্ভব হয়নি।
সেন্টমার্টিনের বাসিন্দা নুর মোহাম্মদ বলেন,স্পিডবোটে
চালকসহ ৮জন ছিলেন।ডুবোচরে উল্টে পড়ার পর তাঁদের সবাইকে উদ্ধার করা হয়।এর মধ্যে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আসিফ আলভি বলেন,হাসপাতালে আনার আগেই মা-মেয়ের মৃত্যু হয়েছে।অন্য দুজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ প্রসঙ্গে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়জুল ইসলাম বলেন,শাহপরীর দ্বীপের দক্ষিণে বদরমোকাম ঘোলারচড় এলাকায় ডুবোচরের সৃষ্টি হয়েছে। ভাটার সময় এই চরের কিছু অংশ দেখা গেলেও জোয়ারের সময় এটি অদৃশ্য থাকে।এই ডুবোচরেই দ্রুতগতির স্পিডবোটটি উল্টে দুজনের মৃত্যু হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০