রায়হান উদ্দিন, কক্সবাজারঃ
বৈরী আবহাওয়ার কারণে সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এমন অবস্থায় সেখানে রয়ে গেছে ৩০০ পর্যটক। বুধবার সেন্টমার্টিনে ভ্রমণে যায় পর্যটক বাহী জাহাজ এবং বিকেলে ফিরে আসে। জাহাজগুলো ফিরে আসার পরপরই সতর্কতা সংকেত ১ থেকে ৩ নংএ উন্নিত হয়। ফলে জাহাজ চলাচল বন্ধ করা হয়। বুধবার সেন্টমার্টিনে গিয়ে যারা ফিরে আসেনি তথা রাত্রিযাপনের জন্যে রয়ে গেছে সে সব পর্যটক সেন্টমার্টিনেই অবস্থান করছে। এরকম পর্যটকের সংখ্যা প্রায় তিনশো জন বলে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট ইয়ামিন হোসেন। তিনি জানান, রয়ে যাওয়া পর্যটকদের খোঁজ খবর রাখা হচ্ছে এবং তাদের প্রয়োজনীয় সহযোগিতা দেয়া হচ্ছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলেই তাদের ফিরিয়ে আনা হবে। এদিকে সেন্টমার্টিনে রয়ে যাওয়া পর্যটকেরা ভালো আছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান।