প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৪, ২০২৪, ১০:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৩, ২০২২, ৮:৪৫ অপরাহ্ণ
সেন্টমার্টিনে কোস্টগার্ডের অভিযানে২৪হাজার২শ’পিস ইয়াবা উদ্ধার
ফরহাদ আমিন:
কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনে সমুদ্র এলাকা থেকে২৪হাজার২শত পিস ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড।রোববার ভোররাতে ছেঁড়া দ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি।তিনি জানান, রোববার(১৩নভেম্বর)ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের অধিনস্থ বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক লেফটেন্যান্ট কমান্ডার এম আশিক আহমেদের নেতৃত্বে সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।অভিযান চলাকালীন সময়ে ছেড়াদ্বীপ তীরবর্তী এলাকায় কয়েকজন ব্যক্তির গতিবিধি সন্দেহ জনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা তাদেরকে থামার সংকেত দেয়।এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত গতিতে লোকালয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে কোস্টগার্ড সদস্যরা একটি কালো রঙ্গের বস্তা উদ্ধার করে তল্লাশি চালিয়ে২৪ হাজার২০০পিস ইয়াবা উদ্ধার করা হয়।তিনি আরো জানান,উদ্ধারকৃত ইয়াবাগুলো আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্থান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
নিউজ ভিশন বিডি