ফরহাদ আমিন:
কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন থেকে দুই লাখ ইয়াবাসহ মিয়ানমারের আট নাগরিককে আটক করেছেন কোস্টগার্ড। বৃহস্পতিবার রাতে দ্বীপের দক্ষিণ-পূর্ব সমুদ্রে ফিশিং ট্রলারসহ তাদের আটক করা হয়।আটকরা হলো- মিয়ানমার আকিয়াব জেলার মো. দইলা, মো. রবি আলম, মো. আলম, মো. শফিকুল, মো. নুর, মো. নুর আলম, আলী আজমদ, নুরুল আমিন।বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হায়াত ইবনে সিদ্দক জানান, মিয়ানমার থেকে সমুদ্রপথে মাছ ধরার ট্রলারে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে ঢুকছে। এমন তথ্যের ভিত্তিতে টেকনাফ কোস্টগার্ড স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট সোহেল রানার নেতৃত্বে একটি দল সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্বে গভীর সমুদ্রে অভিযান চালায়। অভিযানে একটি মাছ ধরার ট্রলার আটক করা হয়। এ সময় ট্রলার তল্লাশি করে দুই লাখ ইয়াবাসহ মিয়ানমারের আট নাগরিককে আটক করা হয়।টেকনাফ কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট সোহেল রানা জানান, ইয়াবার চালানের মালিকের সন্ধানে আটক আটজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মাদক ও অনুপ্রবেশের অভিযোগে মামলা করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।