নুহাদুর রহমান সোহেল, ভোলা
ভোলার তজুমদ্দিনে উপজেলা সুপারি চুরি করতে গিয়ে সুপারি গাছ থেকে পড়ে মো. নাছির (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।তার পরিবার জানিয়েছেন, তিনি মাদকাসক্ত ছিলেন।
সোমবার (১৮ আগষ্ট) দুপুরে তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের বাদলীপুর গ্রামের একটি সুপারি বাগান থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
মৃত নাছির শম্ভুপুর ইউনিয়নের বাদলীপুর গ্রামের মৃত সুলতান আহমেদের ছেলে এবং ২ সন্তানের জনক।
পুলিশ এবং পরিবার সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে নাছির স্থানীয় বজলু পাটোয়ারীর সুপারি বাগান থেকে সুপারি চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন। পরিবার বলছেন, তিনি প্রায়ই মাদকসেবন করতেন। এ মৃত্যুর ঘটনায় পরিবারের কোনো অভিযোগ নেই।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত আলী খান জানিয়েছেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।