বাপ্পী রাম রায়
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে পূজা মন্ডবে ত্রাণের চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ত্রাণের চাল বিতরণপূর্ব এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রভাষক নিমাই চন্দ্র ভট্টাচার্যের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলী, উপজেলা শিক্ষা অফিসার একেএম হারুন-অর-রশীদ, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বর্মন প্রমূখ। আলোচনা শেষে অতিথিবৃন্দ কুশটারী দূর্গা পূজা উদযাপন কমিটির সভাপতির হাতে ত্রাণের চালের ডিও প্রদানের মাধ্যমে চাল বিতরণের উদ্বোধন করেন। উল্লেখ্য, এবছর উপজেলায় ১৩১টি পূজা মন্ডবে শারদীয় দুর্গা পূজা উদযাপিত হবে। প্রতি মন্ডবে ৫০০ কেজি করে চাল বিতরণ করা হবে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০